সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচ গ্রাম প্লাবিত

IMG-20250331-WA0027
Share

  সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচ গ্রাম প্লাবিত
সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খোলপেটুয়া নদীর সংলগ্ন ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে নটায় দিকে প্রবাল জোয়ারের কারণে হঠাৎ করে প্রায় দুই শতফুট বেড়িবাঁধ ভেঙ্গে নদীর গর্ভে চলে যায়। দুপুরের পরবর্তী জোয়ারে ভাঙ্গন রোধ করা সম্ভব না হলে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
                                 
আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান,  ঈদের নামাজ আদায় করার সময় ফোনের মাধ্যমে জানতে পারি বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করছে। দ্রুত নামাজ শেষ করে এলাকার হাজার হাজার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি আটকানোর চেষ্টা করি। কিন্তু জোয়ারের প্রবাল স্রোতে আটকানো সম্ভব হয়নি। বর্তমান জোয়ারের পানি লোকালে প্রবেশ করছে।
 তিনি আরো জানান বর্তমানে বিছট, নায়াখালী, বল্লভপুর, আনুলিয়া ও কাকবাসিয়া গ্রামে লবণ পানি প্রবেশ করতে শুরু করেছে। দ্রুত বাঁধটি মেরামত না করা গেলে পার্শবর্তী খাজরা ও বড়দল ইউনিয়নে পানি প্রবেশ করবে। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে তারা এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
                                     
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কৃষ্ণা রায় বলেন, ভাঙ্গনের কথা শোনা মাত্রই পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন। পাশাপাশি স্থানীয় চেয়ারম্যান কে ভাঙ্গন প্রতিরোধে বাশ বস্তা সহ যা লাগে তা দ্রুত ব্যবস্থা করে ভাঙ্গন প্রতিরোধের কথা জানিয়েছি। দ্রুত ভাঙ্গন রোধ করা সম্ভব হবে বলে তিনি জানান।
                                     

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

                                                             

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *