আশাশুনির রাউতাড়া প্রভাতী যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

IMG-20250215-WA0058
Share

আশাশুনির রাউতাড়া প্রভাতী যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।।
আশাশুনির খাজরায় মাদক ও অনলাইন জুয়ার হাত থেকে যুব সমাজ কে রক্ষা করতে রাউতাড়া প্রভাতী যুব সংঘের উদ্যোগে ১৬দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুব অধিকার পরিষদ ক্রিকেট একাদশ আশাশুনি কে হারিয়ে কয়রা নারানপুর শতদল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
শনিবার (১৫ ফেব্রæয়ারী) সকালে ইউনিয়নের কপোতাক্ষ নদের চরে রাউতাড়া প্রভাতী যুব সংঘের আয়োজনে সংঘের নিজস্ব মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
                                                 
প্রভাতী যুব সংঘের সভাপতি আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে বিকালে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ ও পুরুষ্কার বিতরণ করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন।
খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ ইউনুছ আলীর সঞ্চলনায় বিশেষ অতিথি  হিসাবে ব্যবসায়ী গাউসুল আযম রাজ,ষ্টার লেডিসের কর্নধার শাহিন হোসেন, যুবদলের সদস্য সচিব রাফছান জানি রাসেল, খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান,যুব বিভাগের শাহিদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শাফায়েত হোসেন ,কার্যকরী উপদেষ্টা আবু হাসান .ছাত্রদলের দেলোয়ার,যুবদলের সাইফুল ইসলাম,ফেরদাউস,ওলিয়ার রহমান,শাহ জামাল,দিলিপ,মঞ্জুরুল,দিনেশ প্রমুখ ।
খেলায় বিজয়ী দলকে ১০হাজার টাকা ও ট্রপি ও রার্নাসআপ দলকে ৬হাজার টাকা ও ট্রপি প্রদান করা হয়। খেলায় আম্পায়ার হিসাবে মফিজুল ইসলাম ও কাজল দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খাজরা ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে যে কোন খেলাধুলায় আমাকে ডাকবেন আমি চলে আসব। আমি যুব সমাজের প্রতি আহবান করব খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে মনোনিবেশ ভাল থাকে। তাই তিনি সকল যুবকদেরকে খেলার প্রতি মনোনিবেশ করার আহবান জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *