আশাশুনি পারিশামারীতে সরস্বতী পূজা উপলক্ষে রাতভোর ১৬ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট

Messenger_creation_F6A30D24-A09A-4280-B7FD-2B72C4DA4F10
Share

আশাশুনি পারিশামারীতে সরস্বতী পূজা উপলক্ষে রাতভোর ১৬ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার।।

সরস্বতী পূজা উপলক্ষে ও যুবকদের খেলা মুখি করতে  সাতক্ষীরায় ১৬ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার পারিশামারি অনির্বাণ যুব সংঘের আয়োজনে সোমবার সারারাত ব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন ক্রিকেট একাডেমী থেকে ১৬ টি দল অংশগ্রহণ করেন। খেলায় সাতক্ষীরা জেলার হরিণঘাটা ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পরে বিজয়ী দলের হাতে নগদ টাকা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, পারিশামারি পিএনএফ ধনী রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়, শিক্ষক নির্মল বাছাড়, বিএনপি’র সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন বুলু,সাবেক সদস্য সচিব রুহুল কুদ্দুস, যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সমাজসেবক মহারাজ রায়, অ্যাডভোকেট অমিত রায়, রাহুল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলার আম্পিয়ারের দায়িত্ব পালন করেন, প্রীতিশ রায় ও গোলাম হোসেন। ভাষ্যকারের দায়িত্ব পালন করেন মফিজুল ইসলাম সারাফাত। শত শত মানুষ রাতভর খেলাটি উপভোগ করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *