বড়দলে রাত্রিকালীন মিনি  ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

474650938_3800010396980002_1552851262822113672_n
Share

বড়দলে রাত্রিকালীন মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৮দলীয় রাত্রিকালীন মিনি নকআউট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দিবাগত রাতে ইউনিয়নের জামালনগর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জে ডি যুব সংঘের আয়োজনে খেলার প্রথম রাউন্ডে টাইব্রেকারে ডুমুরপোতা ৩-২ ফকরাবাদকে পরাজিত করে, খেডুয়ারডাঙ্গা ১-০ গোলে তেতুলিয়াকে, বড়দল ১-০ গোলে জামলনগরকে, মহিষকুড় ১-০ গোলে গদাইপুর দলকে পরাজিত করে। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে বড়দল দল ২-১ গোলে খেড়ুয়ারডাঙ্গা দলকে পরাজিত করে।
দ্বিতীয় সেমিফাইনালে মহিষকুড় ২-১ গোলে ডুমুরপোতা দলকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। ফাইনালে মহিষকুড় বনাম বড়দল দলের মধ্যে হাড্ডাহাড্ডি লাড়াই হয় এবং নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় শেষ হলে, টাইব্রেকারে মহিষকুড় ৩-২ গোলে বড়দল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দল ৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়।
অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বড়দল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক বদরুজ্জামান ফকির, যুব দলের আহবায়ক শরীফ, ইউপি সদস্য রকিবুজ্জামান, সমাজসেবক আল-মাহমুদ টিক্কা, ইয়াহিয়া প্রমুখ। রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল গাজী ও রাকিব সরদার। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *