আশাশুনির টেকাকাশিপুর ৮ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় গুনাগরকাটি ফুটবল দল চ্যাম্পিয়ন
oplus_2
- স্টাফ রিপোর্টার।।
- আশাশুনির টেকাকাশিপুর চলন্তিকা যুব সংঘের আয়োজনে মরম রজব আলী মোড়ল ও রহমত আলী সানার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় টেকাকাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলা তেঁতুলিয়া ফুটবল একাদশ বনাম গুনাগরকাটি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
- তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয় অর্ধে ১/১ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারে গুনাগরকাটি জয়লাভ করে। উক্ত খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য রমজান আলী মোড়ল। সার্বিক সহযোগিতায় প্রবাসী ফিরোজ আহমেদ।
-
- এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আলহাজ্ব মোহাম্মদ আবু তালেব সানা। বিশেষ অতিথি হিসাবে চলন্তিকা যুব সংঘের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরদার, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান সানা, শহিদুল হক খোকন, করিম সানা, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু বক্কার সিদ্দিকী, লতিফ গাজী, আনারুল ইসলাম, আকবর আলী, রিপন প্রমূখ।
- ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন, আশরাফ হোসেন
রেফারির দায়িত্ব পালন করেন আইনুদ্দিন । সহকারী হিসেবে হাবিবুর ও বাপ্পি। খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন দলকে একটি মনিটর ও রানার্স আপ দলকে একটি মোবাইল ফোন প্রদান করা হয়।শত শত ফুটবল প্রেমিক খেলাটি উপভোগ করেন।