চাপড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল দল ফাইনাল
চাপড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট
টুর্নামেন্টে চাম্পাফুল দল ফাইনাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ৩ টায় চাপড়া স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় গুনাগারকাটি ফোর স্টার ক্লাব ও চম্পাফুল ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। টচে জিতে গুনারকাটি দল প্রথমে ব্যাট করে ১৪.৩ ওভার খেলা করে ১২২ রান করে। গুনারকাটির রাকিব সর্বোচ্চ ৩৬ রান ও একই দলের আব্দুল হান্নান ১৪ রান দিয়ে ৬ উইকেট নেন। জবাবে চম্পাফুল ক্রিকেট একাদশ ৭ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে ১২৩ করে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। চম্পাফুল দলের রাসেল ৬৫ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি ভবেন্দ্রনাথ। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক অনিরুদ্ধ মন্ডল, উপজেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম আহবায়ক শাহরিয়ার জামান, উপজেলা জাসাস আহবায়ক মির্জা আসাদুজ্জামান আসাদ, বুধহাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খোরশেদ আলম। খেলায় আম্পায়ার ছিলেন শিক্ষক শরিফুল ইসলাম ও শিক্ষক আবু সাইদ।