কাপসন্ডায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চেউটিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
কৃষি সংবাদ বাংলা ডেস্ক:
আশাশুনির কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় কাপসন্ডা ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলা খাজরা ইউনিয়নের চেউটিয়া ফুটবল একাদশ বনাম আনুলিয়া ইউনিয়নের বারানসীপুর সবুজ সংঘ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনা। দ্বিতীয় অর্ধে আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলার ১০ মিনিট বাকি থাকতে চেউটিয়া ফুটবল একাদশ ১ গোলে এগিয়ে যায়। বাকি সময় কোন দল আর গোল করতে না পারায় ১/০ গোলের ব্যবধানে বারানসীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চেউটিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন প্রভাতী যুব সংঘের সভাপতি প্রফেসর হাবিবুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম (বাচ্চু)। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাতী যুব সংঘের প্রধান উপদেষ্টা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন, ইউপি সদস্য মফিজুল ইসলাম, সাবেক সভাপতি মাইনুল ইসলাম সানা, বর্তমান সাধারণ সম্পাদক আবু হানিফ সানা। বিশেষ অতিথি হিসেবে ঢাকা আদাবর থানার বিএনপি’র দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিক( লাকি), ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বুলু, সদস্য সচিব কুদ্দুস আলী মোড়ল, খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব রাফসান জনি রাসেল, ইসমাইল হোসেন, ইউপি সদস্য ইয়াকুব আলী, হাসমত ঢালী, রবিউল ইসলাম, রামপদ সানা, খাইরুল ইসলাম, শিমুল হোসেন, ইব্রাহিম খলিল টুকু, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম, এবাদুল গাজী, সাইদুর রহমান, নাজমুল ইসলাম, মোহাম্মদ ওয়াজেদ গাজী প্রমূখ।
ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আব্দুর রউফ মোড়ল, মুর্তজা হাসান,মফিজুল ইসলাম শারাফাত ও আশরাফ হোসেন। রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন। সহকারী হিসাবে আব্দুল গফফার , ইনজামামূল হক রানা ও কানন ।
খেলায় চ্যাম্পিয়ন দল চেউটিয়া ফুটবল একাদশকে ২৬০ লিটার ফ্রিজ ও রানার দল বারানসীপুর ফুটবল একাদশ কে ১৭৭ লিটার ফ্রিজ প্রদান করা হয়। হাজার হাজার ফুটবল প্রেমিক খেলাটি উপভোগ করেন।