সাতক্ষীরায় কৃষকদের মাঝে বিনামূল্যে লবণাক্ত সহনশীল জাতের বীজ বিতরণ

466468756_1061320979077961_3633825439763886674_n
Share

কৃষি সংবাদ বাংলা ডেস্ক: সাতক্ষীরার উপকূলীয় এলাকায় উন্নতজাতের ফসল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে  লবণাক্ত সহনশীল বিভিন্ন জাতের ফসলের বীজ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার  (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রে এই  মতবিনিময় সভা ও বীজ বিতরণ কাযক্রম অনুষ্ঠিত হয়।

বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীরের সঞ্চালনায় বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আবু জুবাইর হোসেন বাবলু।   বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন ও পরিচর্যা)  ড. মোঃ আব্দুল লতিফ, ব্রি সাতক্ষীরার সিএসও ও প্রধান ড. মোঃ সাজ্জাদুর রহমান, বারি খুলনার এসএসও ও প্রধান মোঃ কামরুল ইসলাম, বারী সাতক্ষীরার এসএসও ও প্রধান ড. শিমুল মণ্ডল প্রমুখ।

এসময় অতিরিক্ত সচিব মো: আবু জুবাইর হোসেন বাবলু বলেন, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এজন্য উন্নত জাতের ফসল উৎপাদনে কাজ করছে কৃষি বিভাগ। উপকূলীয় এলাকায় বিভিন্ন ফসল চাষাবাদের লক্ষ্যে গবেষণা কার্যক্রম অব্যহত রয়েছে। ফসল চাষ বৃদ্ধির জন্য কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের ফসলের বীজ বিতরণ করা হচ্ছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *