আশাশুনির কাপসন্ডায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের  প্রথম সেমিফাইনাল খেলায় চেউটিয়া ফুটবল একাদশের জয়লাভ

6d3d5437-5066-41f7-a9dd-e25a653fa41b
Share

স্টাফ রিপোর্টার।। আশাশুনির কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় কাপসন্ডা ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলা মহিষকুড় সূর্যসৈনিক ফুটবল একাদশ বনাম চেউটিয়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় প্রথমার্ধ ১ গোলে এগিয়ে যায় চেউটিয়া ফুটবল একাদশ। দ্বিতীয় অর্ধে ১০ মিনিট বাকি থাকতে একটি গোল পরিশোধ করে দেয় মহিষকুড় সূর্য সৈনিক  ফুটবল একাদশ । ফলে টাইব্রেকারে ৩/০গোলের ব্যবধানে মহিষকুড় ফুটবল একাদশকে হারিয়ে চেউটিয়া ফুটবল একাদশ জয়লাভ করে ফাইনাল খেলা গৌরব অর্জন করেন।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন প্রভাতী যুব সংঘের সভাপতি প্রফেসর হাবিবুর রহমান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপসান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, প্রভাতী যুব সংঘের প্রধান উপদেষ্টা সরদার মোঃ নাজিম উদ্দিন, প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, সাবেক সভাপতি মাইনুল ইসলাম সানা, ইউপি সদস্য মফিজুল ইসলাম,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, কুদ্দুস আলী মোড়ল, ইমদাদ গাজী প্রমূখ।
ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আব্দুর রউফ মোড়ল ও মফিজুল ইসলাম শারাফাত। রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির। সহকারী হিসেবে আবু সুফিয়ান ও সোহাগ ।

শত শত ফুটবল প্রেমিক খেলাটি উপভোগ করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *