আশাশুনির তুয়ারডাঙ্গা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গাজিরহাট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
oplus_2
- স্টাফ রিপোর্টার।।
- আশাশুনির তুয়ারডাঙ্গা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলা কুখরালী স্কাই ফুটবল একাদশ বনাম গাজিরহাট স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
- তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় প্রথমার্ধে ও দ্বিতীয় অর্ধে গোলশূন্য ভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ১/০গোলের ব্যবধানে কুখরালী ফুটবল একাদশকে হারিয়ে গাজিরহাট ফুটবল একাদশ জয়লভ করেন। উক্ত খেলায় চ্যাম্পিয়ন দলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হায়দার গাজী।
- এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ মুর্তজা আল মিলন। বিশেষ অতিথি হিসেবে, আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল কুদ্দুস, খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আনারুল ইসলাম, মোঃ মুরতাজুল ইসলাম বাপ্পি, প্রভাতী যুব সংঘের প্রধান উপদেষ্টা সরদার মোঃ নাজিম উদ্দিন, সেলিম মোল্লা, মোহাম্মদ সাইফুল রহমান বাদশা, মোঃ মমতাজুল বাপ্পি, ফেরদাউস মোল্লা, শারাফাত মোল্লা, আশরাফুল ইসলাম প্রমূখ।
- ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আবু রায়হান রাজ ও মফিজুল ইসলাম শারাফাত।
রেফারির দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন । সহকারী হিসেবে আনিসুর রহমান ও ইয়াসিন আরাফাত। বিজয়ী দলকে একটি সোনার গোলকাপ প্রদান করা হয়।শত শত ফুটবল প্রেমিক খেলাটি উপভোগ করেন।