আশাশুনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলায় গদাইপুর কাছারি বাড়ি ফুটবল একাদশের জয়লাভ

210905cb-4666-4cd7-8e85-0d6404023dc3
Share

স্টাফ রিপোর্টার।।

আশাশুনির কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কাপসন্ডা ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলা হাড়িভাঙ্গা ফুটবল একাদশ বনাম গদাইপুর কাচারি বাড়ি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
 তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয় অর্ধে ১০ মিনিট বাকি থাকতে একটি গোল করে এগিয়ে যায় গদাইপুর ফুটবল একাদশ । ফলে ১/০গোলের ব্যবধানে হাড়িভাঙ্গা ফুটবল একাদশকে হারিয়ে গদাইপুর ফুটবল একাদশ জয়লভ করেন।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন প্রভাতী যুব সংঘের সভাপতি প্রফেসর হাবিবুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া প্রবাসী ফিরোজ হোসেন গাজী। বিশেষ অতিথি হিসেবে খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, প্রভাতী যুব সংঘের প্রধান উপদেষ্টা সরদার মোঃ নাজিম উদ্দিন, প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, সাবেক সভাপতি মাইনুল ইসলাম সানা, ইউপি সদস্য মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক আবু তাহের হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী,  বিএনপি নেতা বিশ্বজিৎ রায়, সমাজসেবক কামাল হোসেন গাজী, এবাদুল সানা, এনামুল হোসেন, প্রমূখ।

ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আব্দুর রউফ মোড়ল ও মফিজুল ইসলাম শারাফাত।

রেফারির দায়িত্ব পালন করেন রাজু আহমেদ । সহকারী হিসেবে আনিসুর রহমান, দেবপ্রসাদ, ইয়াসিন আরাফাত।
শত শত ফুটবল প্রেমিক খেলাটি উপভোগ করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *